Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Tuesday, January 21, 2014

ফ্রিল্যান্সিং

অনেকে ইন্টারনেটে আয় করতে চান। কেউ কেউ মনে করেন এটা খুব কঠিন, কিন্তু এটা খুব সহজ, প্রয়োজন শুধু ধৈর্যের এবং একটি কাজের উপর সুদক্ষতা। এমন অনেক কাজ আছে কম্পিউটারে অনেক বেশি দক্ষতা ছাড়াও আয় করা যায়। ফ্রিল্যান্স কাজ হচ্ছে নিজের স্বাধীন ভাবে কাজ করার জায়গা, এখানে আপনি আপনার মেধা যত খাটাবেন এবং ধৈর্যের সাথে লেগে থাকবেন ততোই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। তাহলেই কেবল আপনি ফ্রিল্যান্সিং করেই আপনার ক্যারিয়ার গড়তে পারবেন।
Information Freelancing Book 

লেখকঃ মেনন্ট্রবিডি.নেট
সাইজঃ ৬৫৯ কেবি
পৃষ্ঠাঃ ৪১
প্রযুক্তির অগ্রযাত্রার এই সময়ে বলা হচ্ছে, আগামীতে আয়ের বড় উৎস ও কর্মসংস্থানের বৃহৎ সেক্টর হবে
আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং।
Information of this Book
লেখকঃ আল-আমিন কবির
সাইজঃ ১৩০ কেবি
পৃষ্ঠাঃ ২৫
Category in this Book
ফ্রিল্যান্সিং, শুরু করবেন যেভাবে

ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশের অবস্থান

কেন ফ্রিল্যান্সিং করবেন?

কি কি কাজ করা যায় অনলাইনে?

কিভাবে শুরু করবেন?

মার্কেটপ্লেস নির্বাচন
আবেদনের প্রস্তুতি
যা প্রয়োজন
ইংরেজিতে দক্ষতা অর্জন জরুরী
দক্ষতা অনুযায়ী কাজ বেছে নেওয়া
ওয়েবে ফ্রিল্যান্সিং আলোচনা
আপনি মার্কেটপ্লেসে কাজ করার জন্য প্রস্তুত?
ফ্রিল্যান্সিংয়ে ওয়েব ডিজাইন
ফ্রিল্যান্সিংয়ে ওয়েব ডেভেলপমেন্ট
আর্টিকেল লিখে টাকা আয়
হাজার ডলারের হাতছানি ব্লগিংয়ে!
একজন ব্লগার কখন সফল হবেন
কেন গুগল অ্যাডসেন্স সেরা
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: ফ্রিল্যান্সিংয়ে 
বাংলাদেশের সবচেয়ে বড় খাত
এসইও শিখে আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং, অন্যের পণ্য Sell করে আয়
অ্যাফিলিয়েশন ব্যবসা করার জন্য কি কি প্রয়োজন?
অ্যাফিলিয়েশন মার্কেটার হওয়ার যোগ্যতা
আপনি কি ফ্রিল্যান্সিংয়ে আসবেন?



এই পেজটির এ্যাড্রেস বুকমার্কস করে রাখুন অথবা কোথাও লিখে রাখুন যতদিন কম্পিউটার চালাবেন ততদিন আশাকরি আপনাদের কাজে লাগবে

আশাকরি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।

Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: comeus.blogspot.com

0 comments:

Post a Comment