Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Tuesday, December 10, 2013

ইমেলে ফেসবুকের ম্যাসেজ অত্যাচার!! আর হবে না




ইমেলে ফেসবুকের ম্যাসেজ অত্যাচার!! আর হবে না
pdfbooksfair.blogspot.com
ইমেলে ফেসবুকের ম্যাসেজ অত্যাচার!! আর হবে না by www.comeus.blogspot.com

আমরা যারা ফেসবুক ব্যাবহার করি, তাদেরকে নতুন করে ইমেল সম্পর্কে পরিচয় করে দেওয়ার কিছুই নেই।
 ফেসবুকের জন্য যে একটি ইমেল আমাদের আছে সেই মেইলটি ওপেন করলে দেখা যায় যে মেইল বক্সে ম্যাসেজ এ অভাব নেই। এতে অনেকেই বিরত্তি বোধ করি। এই বিরক্তি থেকে রক্ষা পাওয়ার জন্যই আজকে আমার এই পোস্ট।
আজকে যে ঞৎরপশং টি দেখাব সেটি হলো ইমেলে ফেসবুকের  ঘড়ঃরভরপধঃরড়হং আর দেখাবে না।
তা অন্য ফোল্ডারে চলে যাবে।
 চলুন অনেক কথা হলো এবার মূল বিষয়ে যাওয়া যাকঃ-

১. প্রথমে আপনি আপনার ইমেলটি লগইন করুন।

২. তারপর ইমেলের Settings এ চলে যান

৩. তারপর সেখানে গিয়ে Filtersঅপশনে ক্লিক করুন

৪. এবার সেখানে গিয়ে Create a new filter – এ ক্লিক করুন।

৫. এবার একটি বক্স আসবে, সেখানে আপনি যে ওয়েবসাইটের Notification বন্ধ করতে চান তার নাম দিন।
যেমন আপনি ফেসবুকের ম্যাসেজ বন্ধ করতে চাইলে এখানে Facebook লিখবেন।

নিচের ছবিটি দেখেও বুঝতে পারবেন------

 
৬. তারপর Create Filter With Search এ ক্লিক করুন এতে ক্লিক করলেই আর একটি বক্স আসবে সেখানে আপনি Skip the inbox  (Archive it) বাটনে ক্লিক করুন।

৭. সর্বশেষ যে কাজ আপনি Create Filter– এ ক্লিক করুন। এইতো হয়ো গেলো , এবার Facebook এর Notification আর আসবে না।
এই পেজটির এ্যাড্রেস বুকমার্কস করে রাখুন অথবা কোথাও লিখে রাখুন যতদিন কম্পিউটার চালাবেন ততদিন আশাকরি আপনাদের কাজে লাগবে

আশাকরি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।

Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: comeus.blogspot.com

0 comments:

Post a Comment