Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Monday, February 24, 2014

মজিলা ফায়ারফক্স ব্যবহার কারীদের ১০০% কাজে লাগবে

Mozilla Firefox হচ্ছে বিশ্বের ১ নাম্বার ব্রাউজার। এই ব্রাউজারটির সুযোগ-সুবিধা অন্যান্য ব্রউজার থেকে অনেক বেশি।
কিন্তু বর্তমানে এই ব্রাউজারটির ব্যবহারকারীরা এক বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত। আর সমস্যাটি হচ্ছে যখনই মজিলা ফায়ারফক্স (mozill firefox) ওপেন (open) করে ব্রাউজ করতে যায় তখনই দেখা যায় কম্পিউটার হ্যাং হয়ে গেছে অথবা মাউস গোল হয়ে গেছে অথবা কম্পিউটার স্লো হয়ে গেছে।

তাই এই সমস্যার সমাধান দেওয়ার জন্যই আজকে আমার এই টিউন। আশাকরি আপনাদের ১০০% কাজে লাগবে।

প্রথমে এই লিঙ্ক থেকে ফায়ারফক্সটি ডাউনলোড করে নিন এখানে ক্লিক করুন

তার পর ইনস্টল করুন।

আশাকরি সমস্যাটি আর হবে না ।

বিঃদ্রঃ নতুন ভার্সনটি ইনস্টল করার পূর্বে আপনার মজিলা ফায়ারফক্সের পূর্বের ভার্সনটি আনইনস্টল (uninstall) করে দিন।


আশাকরি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।
আপনাদের কোন প্রকার সমস্যা মনে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ জানাতে ভুলবেন না। অপেক্ষায় রইলাম মেসেজ পাওয়ার  আমাদের ফেসবুক পেজ

Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: comeus.blogspot.com

0 comments:

Post a Comment