Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Friday, August 8, 2014

হার্ডডিস্ক থেকে Bad Sector Error দূর করার উপায়

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি , তার বেশিরভাগ ব্যবহারকারিই UPS (ইউপিএস)  ব্যবহার করি না, এতে অনেক সময় কম্পিউটার চালু অবস্থায় কারেন্ট চলে যায়,
এতে করে হার্ডডিস্কে Bad Sector (বেড সেক্টর) পড়ে  এতে আস্তে আস্তে হার্ডডিস্কটি দুর্বল হয়ে পড়ে, এমনকি বেডসেক্টর পড়তে পড়তে হার্ডডিস্কটিই বাদ হয়ে যেতে পার্, তাই এই সমস্যাটি সমাধানের জন্যই আমার এই পোস্ট

১.   প্রথমে মাই কম্পিউটার ওপেন করুন

চিত্র ১
২.   এবার মাই কম্পিউটারে থাকা যে ফোল্ডারটি আপনি বেড সেক্টর ইরোর ফিক্সড করতে চান সেটার মধ্যে মাউসের রাইট ক্লিক করে প্রোপার্টিস চাপুন।
চিত্র ২
৩.   এবার একটি ডায়ালগ বক্স আসবে, সেখান থেকে টুলস এ ক্লিক করে চেক নাউ তে চাপুন।
চিত্র ৩
চিত্র ৩.২
৪.   এখন আপনার সামনে দুটি অপশন আসবে তার মধ্যে আপনি স্কেন ফর  এন্ড এটাম্ট রিকোভারি অব বেড সেক্টরস টিতে ক্লিক করে স্টার্ট চাপুন।
চিত্র ৪
৫.   এবার স্ক্যানিং করার ফরে ফলাফল দেখতে পাবেন , যদি বেড সেক্টর পান তাহলে ফিক্স বাটন চাপুন অন্যথায় প্রোগ্রাম টি  ক্লোজ করে ফেলুন।


Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: comeus.blogspot.com

0 comments:

Post a Comment