Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Sunday, February 23, 2014

ফেসবুক আইডির নিরাপত্তার জন্য যা আপনার করণীয়


বর্তমান বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি এর সাথে যোগাযোগের একটি মাধ্যম হচ্ছে ফেসবুক। কিন্তু আমরা কি জানি আমাদের এই ফেসবুক আইডিটা কতখানি সিকিউরিটি। হয়ত অনকেরই প্রশ্ন না আমরা জানি না। যদি না জেনে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।
ফেসবুক আইডির নিরাপত্তার জন্য যা আপনার করণীয়
একঃ আপনার ফেসবুক ইমেইল (e-mail) অ্যাড্রেসটি(address) হিডেন করে রাখুন, যেন কোন ফ্রেন্ড/পাবলিক আপনার অ্যাকাউন্টটিতে ডুকেও আপনার ইমেইল (e-mail) অ্যাড্রেসটি(address)দেখতে না পারে।

দুইঃ ইমেইল(e-mail) অ্যাড্রেসটি(address) হিডেন করতে Account > Privacy থেকে Settings > Information অপশনে ইমেইল (e-mail) এর পাশে Everyone এর লক চিহ্নতে ক্লিক করে Custom-এ সিলেক্ট করে only me সিলেক্ট করে নিন।
তিনঃ যেভাবে Search Engine Deisble  করবেন। এর জন্য Account > Privecy Settings > Search-এ এসে Public Search Results-এর ঠিক চিহ্ন তুলে দিন।

চারঃ যেভাবে কোন ইউজারকে ব্লক(Block) করবেন। এর জন্য Account > Privacyথেকে Settings >Block list -এ আসুন। এখন এখানে যে ইউজারকে ব্লক(Block) করবেন সেই ইউজারের নাম বা ইমেইল অ্যাড্রেস দিয়ে ব্লক(Block) বাটনে ক্লিক করুন।


আশাকরি, আপনি আপনার ফেসবুক আইডি পুরোপুুরি আপনার নিরাপত্তায় নিয়ে আসতে পেরেছেন।

আশাকরি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।

Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: comeus.blogspot.com

0 comments:

Post a Comment