Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Saturday, February 22, 2014

অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করুন কম্পিউটার/ল্যাপটপে

নতুন নতুন ফিচার সমৃদ্ধ অ্যাপস্ (Apps) এর কারনে দিনদিন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমান বিশ্বে মোবাইল ফোন মানেই হচ্ছে অ্যানড্রয়েড(Android) অপারেটিং সিস্টেম। কম্পিউটার/ল্যাপটপের মত এই
অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করুন কম্পিউটার/ল্যাপটপে

অ্যানড্রয়েড  অপারেটিং সিস্টেমটিতে ব্যবহার করা যায় অগনিত অ্যাপস্ (Apps) । তাই এর জনপ্রিয়তা আরো বেশি।  কিন্তু সময়ের সাথে সাথে অ্যান্ড্রয়েড এর অ্যাপস্ (Apps) গুলো ইচ্ছে করলেই কিছু নিয়ম মেনে কম্পিউটার/ল্যাপটপে ব্যবহার করা যায়।

প্রথম ধাপঃ প্রথমে এই লিঙ্ক থেকে অ্যাপস্ (Apps) ডাউনলোড করুন। এখানে ক্লিক করুন

দ্বিতীয় ধাপঃ এবার ডাউনলোডকৃত সফটওয়্যারটি সাধারণ সফটওয়্যারগুলোর মত ইনস্টল(Install) করে নিন।

তৃতীয় ধাপঃ এবার Google Play Store থেকে যেকোন অ্যাপস্ (Apps) ডাউনলোড করার জন্য 1-Click Sync Setup-এ ক্লিক করুন।

চতুর্থ ধাপঃ প্রয়োজনীয় তথ্য যেমন- ইমেইল+পাসওয়ার্ড দিয়ে নেক্সট(next) বাটনে ক্লিক করুন।

পঞ্চম ধাপঃ তথ্যগুলো দেওয়ার পর দেখবেন আপনার কম্পিউটারের পর্দায় Google Play Store দেখতে পাবেন।

ষষ্ঠ ধাপঃ এখন আপনি যে অ্যাপস্ (Apps) খুজছেন তা সার্চ করে বের করুন এবং ইনস্টল(Install) করে নিন।

আশাকরি, কোন সমস্যা না হলে আপনি সুন্দরভাবে অ্যানড্রয়েড(Android) অ্যাপস্ (Apps) গুলো আপনার কম্পিউটার/ল্যাপটপে ব্যবহার করতে পারবেন।


আশাকরি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।

Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: comeus.blogspot.com

0 comments:

Post a Comment