Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Thursday, March 13, 2014

অভ্র এবং বিজয় কি? এবং কেন!

অভ্র এবং বিজয় ৫২ (Bijoy 52)একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি শুধু মাত্র বাংলা লিখালিখির কাজে ব্যবহার করা হয়। এই সফটওয়্যার দুটির কারণে আমরা সহজেই আমাদের মাতৃভাষাকে বিভিন্ন স্থানে লিখতে পারি। তবে সফটওয়্যার দুটির ব্যবহার ভিন্ন। চলুন জানা যাক কার কি কাজ--
অভ্র (Avro)
প্রথমেই বলে রাখি অভ্র সফটওয়্যারটির স্লোগান হচ্ছে ”ভাষা হোক উন্মুক্ত”। সফটওয়্যারটি তৈরি করেছেন ডাঃ মেহেদী হাসান (Dr. Mehdi Hasan) এবং রিফাত নাবি (Rifat Nabi)। এই সফটওয়্যারটির যাত্রা শুরু হয় ২৬ মার্চ ২০০৩ থেকে।
 সফটওয়্যারটি সকল অপারেটিং সিস্টেমেই ব্যবহার করা যায় such as: Microsoft Windows Operating System, Ubuntu and Linux। এটি বেশির ভাগ ব্যবহার হচ্ছে ওয়েবসাইট (Web Site) গুলোতে, বিশেষ করে ফেসবুকে (Facebook)। অভ্র এর ফন্ট কনভার্ট (Convert)ছাড়াই বিভিন্ন ওয়েব (Web) এ পোস্ট (Post)করা সম্ভব। এই বৈশিষ্ট্যটির (Features)  কারনেই এই সফটওয়্যারটি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
সফটওয়্যারটির জন্য এখানে ক্লিক করুন 

বিজয় (Bijoy)

বিজয় সফটওয়্যারটির ডেভেলপার হচ্ছেন আনন্দ কম্পিউটারস্ (Anando Computers)এর মোস্তফা জাব্বার। ১৯৮৮ সালে এই সফটওয়্যারটির যাত্রা শুরু হয়।

 বাংলা ভাষা লিখালিখির ক্ষেত্রে এক কথায় বলা যায় এই সফটওয়্যার ছাড়া চিন্তাই করা যায় না। বিজয় ফন্ট ওয়েব সাইটে ব্যবহার করার জন্য অবশ্যই কনভার্ট করতে হবে, তা না হলে ফন্ট ভেঙ্গে যাবে।

বিজয় বায়ান্ন (৫২) সফটওয়্যারটির জন্য এখানে ক্লিক করুন

বিজয় ফন্ট কনভার্ট করার জন্য এই ওয়েব সাইটটি ব্যবহার করতে পারবেন। এখানে ক্লিক করুন

আশাকরি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।  
আপনাদের কোন প্রকার সমস্যা মনে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ জানাতে ভুলবেন না। অপেক্ষায় রইলাম মেসেজ পাওয়ার  আমাদের ফেসবুক পেজ

Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: comeus.blogspot.com

0 comments:

Post a Comment