Subscribe For Free Updates!

We'll not spam mate! We promise.

Wednesday, March 19, 2014

এক সাথে তৈরি করুন আনলিমিটেড ফোল্ডার

আমরা আমাদের কম্পিউটারে/লেপটপে অনেক ধরনের ফোল্ডার তৈরি করে রাখি, সহজভাবে সকল কিছু খুঁজে পাওয়ার জন্য। কারন আলাদা আলাদা নামে ফোল্ডার তৈরি না করলে সময়মত প্রয়োজনীয় ফাইলগুলো খুঁজে পাওয়া অনেক বেশি কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাই আজকে আমাদের এই পোষ্টটি হচ্ছে কিভাবে একসাথে একাধিক নতুন ফোল্ডার তৈরি করবেন।

প্রথম ধাপঃ  কাজটি করার জন্য আপনাদের প্রথমে নোটপেড (Notepad) ওপেন করতে হবে।

দ্বিতীয় ধাপঃ এবার নোটপেডে লিখুন mahade একটি স্পেস দিয়ে 1 স্পেস (space) 2 (space) ইত্যাদি আপনার ইচ্ছে মত যত ফোল্ডার তৈরি করতে চান লিখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই স্পেস (space) দিতে ভুলবেন না।

তৃতীয় ধাপঃ এবার সেভ (save) করুন .bat নামে।

চতুর্থ ধাপঃ  mahade.bat নামে যেখানে সেভ করেছেন সেখানে গিয়ে mahade.bat নামের ফাইলটিতে ডাবল ক্লিক ( Double Click) করুন।

আশাকরি ধাপগুলো ঠিকমত বুঝতে পারলে অনেক সহজে কাজটি করতে পারবেন আর যদি কোন প্রকার সমস্যা মনে করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক ফেন পেজে মেসেজ করতে ভুলবেন না।
আপনাদের কোন প্রকার সমস্যা মনে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এ জানাতে ভুলবেন না। অপেক্ষায় রইলাম মেসেজ পাওয়ার  আমাদের ফেসবুক পেজ

Please Give Us Your 1 Minute In Sharing This Post!
SOCIALIZE IT →
FOLLOW US →
SHARE IT →
Powered By: comeus.blogspot.com

0 comments:

Post a Comment